রক্ত উঠে টগবগিয়ে
বুকে আসে বল
স্বাধীন দেশের ঝান্ডা হাতে
চলরে সবাই চল
৭ই মার্চের ভাষণ আছে
আর কিছু তো চাই না
সত্যি কথা মিথ্যা বানিয়েও
শান্তি ওরা পায় না
পথ দেখাল জাতির পিতা
অমর হলো জানি
সব নেতাদের সেরা নেতা
কী করে না মানি
মুজিব ডাকে ঝাঁপিয়ে পড়ে
বীর জনতার দল
মুখে ছিল একটি কথা
যুদ্ধে সবাই চল
পঁচিশে মার্চ একাত্তর
দুঃস্বপ্নের রাত
নরপশু হানে আঘাত
বাড়িয়ে কালো হাত
ছুটে মানুষ দলে দলে
ছেড়ে নিজের ঘর
হাতে হাতে হাত মিলাল
ভুলে আপন পর
নয় নয়টি মাস যুদ্ধ শেষে
১৬ই ডিসেম্বর এলো
বীরসেনারা রক্ত দিয়ে
দেশটি দিয়ে গেল।