লবণবাহী কার্গো বোটে অজ্ঞাত ফিশিং ট্রলারের ধাক্কা, যুবকের মৃত্যু

মহেশখালী থেকে চট্টগ্রামে যাচ্ছিল বোটটি, কুতুবদিয়ায় এ ঘটনা

মহেশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর, ২০২৫ at ১১:১৩ পূর্বাহ্ণ

কক্সবাজারের কুতুবদিয়ায় সাগরে অজ্ঞাত এক ফিশিং ট্রলারের ধাক্কায় একটি লবণবাহী কার্গো বোট ডুবে গিয়ে আবু বক্কর (কাইয়া) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার ভোর রাত ৪টায় এ ঘটনা ঘটে। নিহত আবু বক্কর মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের ধলঘাট পাড়া এলাকার মৃত ফরিদুল আলমের ছেলে।

ডুবে যাওয়া বোটের মাঝি দেলোয়ার প্রকাশ দিলু জানান, তারা জিল্লুর রহমানের মালিকানাধীন কার্গো বোট নিয়ে ধলঘাটার সাপমারার ডেইল ঘাট থেকে লবণ বোঝাই করে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে রাত ১২টায় বোট নিয়ে রওনা দিয়েছিলেন এবং ভোর ৪টায় কুতুবদিয়ায় নোঙর করেছিলেন। বোটে তারা চারজন মাঝিমাল্লা ছিলেন। মাঝিরা ঘুমন্ত অবস্থায় থাকাকালীন একটি ফিশিং বোট বোটটিতে সজোরে ধাক্কা দেয়। এতে মুহূর্তের মধ্যে লবণবাহী বোটটি ডুবে যায়। চারজনের মধ্যে তিনজন কোনোভাবে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আবু বক্কর (কাইয়া) উঠতে পারেননি। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি। পরে চট্টগ্রাম থেকে ডুবুরি এনে দুপুরের দিকে বোটের ভিতরে আটকে থাকা আবু বক্করের লাশ উদ্ধার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপদত্যাগ করে ভোট করবেন অ্যাটর্নি জেনারেল
পরবর্তী নিবন্ধবিশাল জয়ে শুভসূচনা চট্টগ্রামের