আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকার শীর্ষ আট দল আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলবে। তাই এখন থেকে দ্বিপাক্ষিক সিরিজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই সিরিজগুলোর ম্যাচ থেকে যে পয়েন্ট পাবে সেটা যোগ হবে দলগুলোর নামের পাশে। সেদিক থেকে এখন বেশ সুবিধাজনক স্থানে বাংলাদেশ। যদিও অন্য দলগুলো যখন সিরিজ খেলা শুরু করবে তখন হয়তো পয়েন্ট তালিকায় পরিবর্তন আসা শুরু হবে। তবে বাংলাদেশের সামনে এখন বড় সুযোগ পয়েন্ট তালিকায় নিজেদের এগিয়ে রাখার। অন্তত আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ। চলমান সিরিজের প্রথম দুই ম্যাচে জিতে এরই মধ্যে সিরিজ জিতে নেওয়ার পাশাপাশি মূল্যবান ২০ পয়েন্ট তুলে নিয়েছে তামিম বাহিনী। আজকে সিরিজের শেষ ম্যাচ থেকে আরো ১০ পয়েন্ট তুলে পুরো ৩০ পয়েন্ট নিয়ে আফগানদের হোয়াইটওয়াশ করতে চায় বাংলাদেশ। প্রথম ম্যাচে ম্যাজিক্যাল জয় পাওয়ার পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলেছে একেবারে একটি দল হয়ে। দর্শক, সমর্থক কিংবা টিম ম্যানেজম্যান্ট ঠিক যেভাবে দেখতে চায় বাংলাদেশ দলকে ঠিক সেভাবেই খেলেছে টাইগাররা। তাইতো শেষ ম্যাচেও একই দাপট বজায় রাখতে চায় স্বাগতিকরা। জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা ১১ টায়।
সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ দলের জয়ের অন্যতম নায়ক ছিলেন মেহেদী হাসান মিরাজ। দারুণ ব্যাটিং করে সেদিন বাংলাদেশকে রোমাঞ্চকর জয় উপহার দিয়েছিলেন সঙ্গী আফিফকে সাথে নিয়ে। সেই মিরাজ গতকাল বললেন আমাদের লক্ষ্য ম্যাচ জেতা। কারণ প্রতিটা ম্যাচ এখন গুরুত্বপূর্ণ। স্বাগতিক ভারত ও সুপার লিগের অন্য শীর্ষ সাত দল সরাসরি খেলবে ২০২৩ বিশ্বকাপে। যদিও ১০০ পয়েন্ট নিয়ে সুপার লিগে এখন সবার ওপরে বাংলাদেশ। তারপরও নিশ্চিন্তে থাকার সুযোগ নেই বলে জানান এই অল রাউন্ডার।
মিরাজ বলেন, সামনের সিরিজ দক্ষিণ আফ্রিকায়। যেখানে কখনোই ওয়ানডে ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। এরপর আয়ারল্যান্ডের কন্ডিশনেও সিরিজ জেতা সহজ হবে না। এর পরের সিরিজ বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে। কাজেই সবগুলো কঠিন প্রতিপক্ষ। এ অবস্থায় এই সিরিজের ৩০ পয়েন্ট আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেটাই আমরা তুলে নিতে চাই শেষ ম্যাচ থেকে।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতলেও প্রথম ম্যাচে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানদের অভিজ্ঞতা মোটেও সুখকর নয়। যদিও দ্বিতীয় ম্যাচে দারুণ কামব্যাক করেছেন লিটন এবং মুশফিক। কিন্তু যথারীতি ব্যাট হাতে ব্যর্থ হয়েছে তামিম এবং সাকিব। তাই আজ শেষ ম্যাচে সাকিব-তামিমদের ব্যাট হাতে কিছু করার পালা। নিজেদের মাঠে বিবর্ণ অভিষেকর পর দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে হয়নি ইয়াসির আলি রাব্বিকে। তাই তারও আজ কিছু করে দেখানোর পালা।