লকডাউনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীর জীবন

নেছার আহমেদ খান | বৃহস্পতিবার , ১৫ জুলাই, ২০২১ at ১০:৩৪ পূর্বাহ্ণ

করোনাকালে জেলা উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে ঘাস গজিয়েছে। দীর্ঘ দিন স্কুল কলেজ বন্ধ থাকার কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। কখন যে স্কুল কলেজ খুলবে অনিশ্চয়তার মধ্য, আবার এ-ই সব শিক্ষা প্রতিষ্ঠান পরিচ্ছন্নতা দিকে নজর দিচ্ছে না প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। নগরীর বিভিন্ন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ গুলোতে বড় বড় ঘাস আর ময়লা আবর্জনা। খেলার মাঠে ২/৩ ফুট লম্বা ঘাস জন্মে প্রতিষ্ঠানের খেলার মাঠেরও সৌন্দর্য হারিয়ে যেতে বসেছে। আমাদের দেশের শিশু, কিশোর, তরুণদের সামনে কোন গঠনমূলক কাজের নির্দেশনা বা নিদর্শন নেই। তারা বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কাজ নিয়ে তেমন আগ্রহী হয় না। এলাকায় নেই কোন খেলার মাঠ। খেলার মাঠ যা ছিল তা ধর্মীয় প্রতিষ্ঠান, বাজার ও লোভী মানুষের দখলে। করোনার কারণে স্কুল, কলেজ চলছে না। বাইরে কিশোর গ্যাং ও মাদকের হাতছানি। বাসায় চলে পাবজি ও ফ্রি-ফায়ার নামক বিষাক্ত খেলার নেশা। এদেশে শিশু কিশোরদের উন্নয়নে সরকার, সমাজ ও অভিভাবকদের তেমন কোন আগ্রহ নেই। সত্যিই নেই। আমার দৃষ্টিতে এদেশে সবচেয়ে বেশী অবহেলিত শিশু কিশোররা। তাদের সামনে কোন স্বপ্ন নেই, এই দূষিত স্রোতে সাঁতরে খুব কম সংখ্যকই পারে সৎভাবে জীবনের সফলতার স্তরে পৌঁছাতে।

পূর্ববর্তী নিবন্ধদুর্ঘটনা ঘটলেই কেবল মাতামাতি এরপর খবর থাকে না
পরবর্তী নিবন্ধএইসব দিনরাত