বহদ্দারহাট ফ্লাইওভারের কালুরঘাটমুখী র্যাম্পের দুটি পিলারে ফাটল দেখা দিয়েছে। এরপর গতকাল সোমবার রাত ১১টা থেকে র্যাম্পের ওই অংশ দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈনুর রহমান এ ঘটনা স্বীকার করেছেন। বিষয়টি সিটি কর্পোরেশন ও সিডিএকে জানানো হয়েছে। তাদের প্রকৌশলীরা আজ সকালে এসে করণীয় নির্ধারণ করবেন। প্রসঙ্গত, ২০১৭ সালে নকশা পরিবর্তন করে র্যাম্পটা নামানো হয়েছিল।
গতকাল রাত দেড়টায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখা যায়, সেখানে শত শত মানুষ ভিড় করেছেন। তাদের চোখে-মুখে উৎকণ্ঠা, আতঙ্ক। সেখানে ফ্লাইওভারের নিচ থেকে ভাসমান দোকানগুলো সরিয়ে দেয়া হয়েছে। এদিকে ফাটলের খবর পেয়ে চান্দগাঁও ওয়ার্ড কাউন্সিলর মো. এসারুল হক এবং পূর্ব ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল আলম ঘটনাস্থলে আসেন। সম্ভাব্য দুর্ঘটনা রোধে তারা সিএমপির সহযোগিতায় রাতে গাড়ি চলাচল বন্ধ করে দেন।
কাউন্সিলর মো. এসারুল হক আজাদীকে বলেন, ফ্লাইওভারের যে র্যাম্পটি আবাসিকের মুখে নেমেছে সেখানে দুটি পিলারে ফাটল দেখা দিয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি এবং রাত ১১টার দিকে পুলিশের সহযোগিতায় দুই পাশে গাড়ি চলাচল বন্ধ করে দিই। ওয়াই টাইপের যে অংশ, সেখান থেকে আবাসিকের মুখ পর্যন্ত অংশেই মূলত গাড়ি চলাচল বন্ধ করে দেয়া হয়। সকালে (আজ) মেয়র মহোদয় প্রকৌশলীদের সঙ্গে বসে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।