৪৩নং আমিন শিল্পাঞ্চল ওয়ার্ডস্থ রৌফাবাদ এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে মহানগর বিএনপির আহবায়ক ও বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আর ইউ চৌধুরী শাহীন। তিনি বলেন, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো বিএনপির রাজনৈতিক আদর্শের একটি মূল ভিত্তি।
এই মানবিক উদ্যোগের অংশ হিসেবে গতকাল শনিবার আমরা শাড়ি ও খাদ্যসামগ্রী বিতরণ করছি, যাতে অন্তত কিছুটা হলেও তারা তাদের দৈনন্দিন সংকট কাটিয়ে উঠতে পারেন।আগামী দিনেও এই ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন, চিকিৎসা ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।
তিনি গত ডিসেম্বর ৪৩নং আমিন শিল্পাঞ্চল ওয়ার্ডস্থ রৌফাবাদ এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।
৪৩নং আমিন শিল্পাঞ্চল সাংগঠনিক ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য জাফর আহমদ, মনির আহমেদ চৌধুরী, আব্দুল বাতেন, এনাম, মিজান, তৌহিদুল ইসলাম রাসেল, জাকির হোসেন মিশু, মো. শফি, মো. হারুন, ওয়াসিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












