রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যায় জড়িত সন্দেহে গ্রেফতার ১

টেকনাফ প্রতিনিধি | শুক্রবার , ১ অক্টোবর, ২০২১ at ৬:০৩ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শীর্ষ নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যার ঘটনায় মোহাম্মদ সেলিম উল্লাহ প্রকাশ লম্বা সেলিম (৩৫) নামে এক রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়েছে।

আজ শুক্রবার (১ অক্টেবর) বেলা ১১টায় উখিয়ার কুতুপালং ৬নং ক্যাম্প থেকে তাকে গ্রেফতার করে ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বরত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।

১৪ এপিবিএন-এর অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক জানান, রোহিঙ্গা শীর্ষ নেতা মুহিবুল্লাহ হত্যার ঘটনায় জড়িত সন্দেহে মোহাম্মদ সেলিম উল্লাহ প্রকাশ লম্বা সেলিম নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, মুহিবুল্লাহ নিহত হওয়ার পর সকল ক্যাম্পে এপিবিএন সহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সুরতহাল ও ময়নাতদন্ত শেষে গতকাল বৃহস্পতিবার বেলা ৩টায় পরিবারের কাছে ‍মুহিবুল্লাহর মরদেহ হস্তান্তর করা হয়। বিকালে আসরের নামাজ শেষে উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে নামাজে জানাজা শেষে মুহিবুল্লাহর মরদেহ দাফন করা হয়।

রোহিঙ্গা শীর্ষ নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ভাই হাবিব উল্লাহ বাদী হয়ে বৃহস্পতিবার রাতে অজ্ঞাতনামাদের আসামী করে উখিয়া থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্প-১ ইস্ট-ওয়েস্ট (ডি ব্লকে) এশার নামাজ শেষে নিজ অফিসে অস্ত্রধারী রোহিঙ্গারা ৫ রাউন্ড গুলি করে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে। এসময় ৩ রাউন্ড গুলি তার বুকে লাগে। এতে তিনি ঘটনাস্থলেই পড়ে যান। খবর পেয়ে এপিবিএন সদস্যরা তাকে উদ্ধার করে ‘এমএসএফ’ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিজ দেশ মিয়ানমারের আরাকানে ফিরে যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের দাবি-দাওয়া নিয়েই লড়ে আসছিলেন রোহিঙ্গা শীর্ষ নেতা মুহিবুল্লাহ।

২০১৯ সালের ২৫ আগস্ট কুতুপালং শিবিরে রোহিঙ্গাদের বিশাল সমাবেশ করে তিনি আলোচনায় আসেন।

পরবর্তীতে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র সফর করে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথেও দেখা করেন। সেই থেকে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ আন্তর্জাতিকভাবেও আলোচনায় আসেন।

পূর্ববর্তী নিবন্ধসড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বাঁশখালীর সাবেক ইউপি সদস্য
পরবর্তী নিবন্ধকক্সবাজারে খাল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার