কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আলোচিত সাবেক হেড মাঝি আতাউল্লাহ হত্যা মামলার অন্যতম আসামি আহসান উল্লাহকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাব-১৫।
২৭ নভেম্বর (সোমবার) সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের দক্ষিণ পাহাড়তলী থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উখিয়া ক্যাম্প ১৯, ব্লক-এ/৮ এর বাসিন্দা কাদের হোসেনের পুত্র।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।
জানা যায়, গত ২৫ নভেম্বর সকাল অনুমান ৮ টায় উখিয়ায় পালংখালী ইউনিয়নের ঘোনারপাড়া রোহিঙ্গা ক্যাম্প-১৯ এ সাবেক হেড মাঝি আতাউল্লাহকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে আরসার সদস্যরা। এই হত্যাকান্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ জাতীয় ও স্থানীয় পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশ হয়।
এতে দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। হত্যাকান্ডে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও হত্যার সুষ্ঠু বিচারের লক্ষ্যে ব্যাপক সমালোচনা ও সাধারণ রোহিঙ্গাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনার পরবর্তীতে নিহতের ছেলে বাদী হয়ে এজাহানামীয় ০৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭/৮ জনকে আসামী করে উখিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
বিষয়টি নিয়ে র্যাব-১৫, কক্সবাজার ছায়াতদন্ত শুরু করে। ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। যার ধারাবাহিকতায়, ২৪ ঘন্টার মধ্যে ওই হত্যাকান্ডের অন্যতম আসামী আহসান উল্লাহ (৩০) কে গ্রেফতার করা হয়।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী বলেন, ‘বছর খানেক আগে আতাউল্লাহকে সরিয়ে দিয়ে সোনা মিয়া নামক এক রোহিঙ্গাকে ক্যাম্প-১৯ এর এ ব্লকের হেড মাঝি এবং আতাউল্লাহকে ব্লক-এ/১ এর সাব মাঝি হিসেবে নিয়োগ দেয়া হয়। পরবর্তী হেড মাঝি সোনা মিয়া রোহিঙ্গা ক্যাম্পে একটি গোলাগুলির ঘটনায় দায়েরকৃত মামলায় বর্তমানে কারাবরণ করছে।’