শিরোপা প্রত্যাশী আর্জেন্টিনাকে ২–১ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপে অঘটনের জন্ম দেয় সৌদি আরব। এই আনন্দে দেশটিতে একদিনের ছুটি ঘোষণা করা হয়। শুধু তা–ই নয়, এও শোনা যায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রত্যেক ফুটবলারকে রোলস–রয়েস গাড়ি উপহার দিচ্ছেন। তবে খবরটি নিছকই গুজব। এমনটাই জানিয়েছেন সৌদি আরব কোচ হার্ভে রেনার্দ। তিনি বলেন, ‘এটা সত্য নয়। আমাদের খুবই বোধসম্পন্ন ফেডারেশন ও ক্রীড়া মন্ত্রণালয় আছে। এখন কিছু পাওয়ার সময় নয়।’ আর্জেন্টিনার বিপক্ষে জিতলেও পরের ম্যাচে সৌদি আরব পোল্যান্ডের কাছে হেরে বসে ২–০ গোলে। আজ বুধবার রাতে বাঁচা–মরার লড়াইয়ে মেঙিকোর মুখোমুখি হবে রেনার্দের দল। জিতলেই টিকিট কাটবে শেষ ষোলো রাউন্ডের।