রোটারি ক্লাব চিটাগং পোর্ট সিটি ভিজিটে জেলা গভর্নর

| মঙ্গলবার , ৩১ অক্টোবর, ২০২৩ at ৬:১৭ পূর্বাহ্ণ

রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটিতে জেলা গভর্নরের অফিসিয়াল ক্লাব ভিজিট গত ২৬ অক্টোবর সিএমপি অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। গভর্নর ইঞ্জিনিয়ার মতিউর রহমান শুরুতে ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান মুহাম্মদ সাজিদুল হক, সেক্রেটারি ও প্রেসিডেন্ট (ইলেক্ট) জাহেদুল ইসলামের সঙ্গে এক্সক্লুসিভ করেন। এ সময় ক্লাবের ২০২৩২০২৪ রোটারি বর্ষের প্রজেক্ট ও বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

পরে ক্লাবের সাধারণ সভায় গভর্নরসহ ডিস্ট্রিক্ট ফার্স্ট লেডি সামিনা ইসলাম, ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি আকবর হোসেন, ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ সেক্রেটারি শামসুল আলম, ইছামতী জোনাল কোঅর্ডিনেটর মোহাম্মদ দিদারুল ইসলাম, অ্যাসিসটেন্ট গভর্নর পিপি ওমর ফারুক, পিপি রোটারিয়ান এ এইচ এম ফেরদৌস, পিপি রোটারিয়ান এবি চৌধুরী জিন্নাহ, পিপি রোটারিয়ান ইঞ্জিনিয়ার রাশেদুল হাসান, পিপি রোটারিয়ান ছাইফুল হুদা ছিদ্দিকী, পিপি রোটারিয়ান মোহাম্মদ আরমান, আইপিপি মোরশেদ আলম, রোটারিয়ান মোহাম্মদ নাসির উদ্দিন অংশ নেন। জেলা গভর্নর সুবিধাবঞ্চিত ছেলেমেয়েদের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ এবং নারীশিশুদের জন্য রোটা ভাইরাস টিকা প্রদানের জন্য স্থানীয় ক্লাবগুলোর সাথে একসাথে কাজ করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঈদগাঁওয়ে বিএনপি-জামাতের ১৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
পরবর্তী নিবন্ধআনোয়ারায় কনসার্টে মারামারির ঘটনায় থানায় অভিযোগ