রোটারি ক্লাব ও উইমেন চেম্বারের ব্রেস্ট ক্যানসার সচেতনতা বিষয়ক সেমিনার

| রবিবার , ১৮ জানুয়ারি, ২০২৬ at ৭:২৮ পূর্বাহ্ণ

রোটারি ক্লাব চট্টগ্রাম এরিয়া ও উইমেন চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের যৌথ উদ্যোগে ব্রেস্ট ক্যানসার সচেতনতা বিষয়ক সেমিনার চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজর সেমিনার হলে গত ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেম্বার প্রেসিডেন্ট আবিদা মুস্তফা। প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রেডিয়েশন অনকোলজিস্ট ডা. মোহাম্মদ মহিউদ্দিন। বিশেষ বক্তা ছিলেন ডা. মুনজীবা শর্মীন নুর। বক্তব্য রাখেন চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নিশাত ইমরান, ডিরেক্টর রোটারিয়ান জাহেদ আক্তার মিতা, ডিরেক্টর রোটারিয়ান সুবর্না দে, রোটারিয়ান মোহাম্মদ নজরুল ইসলাম নান্টু, রোটারিয়ান আফিয়া খাতুন মীরা।

উপস্থিত ছিলেন রোটারিয়ান আনোয়ারুল কবির, রোটারিয়ান সাবিনা কাইয়ুম, রোটারিয়ান তাহিয়া কবির, রওশন আরা, আব্দুল্লাহ মিলন, কাজী হাসানুজ্জামান সান্টু, তৌহিদুল ইসলাম, রোকেয়া সুলতানা। বক্তারা বলেন ব্রেস্ট ক্যান্সার নামের দুরারোগ্য ব্যাধিটি ক্রমেই ছড়িয়ে পরেছে, কেড়ে নিচ্ছে বহু প্রাণ। অথচ আপনি একটু সচেতন হলেই বেঁচে যাবে বহু মানুষ। ২৫ বছর বয়সের পর প্রতিটি নারীর ব্রেস্টের মেমোগ্রাফি ব্রেস্ট ক্যান্সারের স্ক্রিনিং পরিক্ষা করা দরকার, স্বল্পমূল্যে সরকারি হাসপাতালে এসব সেবা কার্যক্রম রয়েছে। তাই সঠিক সময়ে সঠিক ডাক্তারের পরামর্শমতো চিকিৎসা নিতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে মাদ্রাসা ও এতিমখানায় এপেক্স ক্লাবের শীতবস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধমেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির শীতবস্ত্র বিতরণ