রোটারি ক্লাব অফ চিটাগাং হেরিটেজের নিয়মিত সভা

| শনিবার , ১১ নভেম্বর, ২০২৩ at ১০:০৫ পূর্বাহ্ণ

রোটারি ক্লাব অফ চিটাগাং হেরিটেজের ৩৬৬তম নিয়মিত সভা ও ২০২৩২৪ রোটারি বছরের ৯ম নিয়মিত সভা গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে চিটাগাং ক্লাবের গেস্ট হাউসের মিটিংরুমে। ক্লাবের ২০২৩২৪ রোটারি বছরের সভাপতি রোটারিয়ান এডভোকেট আয়েশা আক্তার সানজির অনুপস্থিতিতে এতে সভাপতির দায়িত্ব পালন করেন ভারপ্রাপ্ত সভাপতি মিনহাজ উদ্দিন আহমেদ নাহিয়ান। সভায় ক্লাবের গ্লোবাল গ্রান্ড এবং ২০২৩২৪ কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

টিআরএফ মাস উপলক্ষে ক্লাব প্রজেক্ট হাতে নেয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন রোটারি ডিস্ট্রিক ৩২৮২ বাংলাদেশের চিফ সার্জেন্ট নজরুল ইসলাম নান্টু। এডিশনাল ডিস্ট্রিক সেক্রেটারি ও ডিস্ট্রিক্ট মেম্বারশিপ সেমিনার চেয়ার মিনহাজ উদ্দিন আহমেদ নাহিয়ান, চিটাগং হেরিটেজের সেক্রেটারি রোটারিয়ান কাজী হাসানুজ্জামান শান্ত, প্রাক্তন এসিস্ট্যান্ট গভর্নর রোটারিয়ান রিদওয়ানুল করিম তুশার, মাইন উদ্দিন রতন, ওবায়দুল হক মনি, আতিকুল্লাহ খান, পঙ্কজ বিশ্বাসসহ ক্লাবের সদস্যবৃন্দ, রোটারেক্টরবৃন্দ এবং আগত অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়ে সংঘাত বন্ধের আহ্বান
পরবর্তী নিবন্ধনারী জাগরণে প্রধানমন্ত্রী সফল