পাহাড়ে সংঘাত বন্ধের আহ্বান

খাগড়াছড়িতে এম এন লারমার ৪০তম স্মরণসভা

খাগড়াছড়ি প্রতিনিধি | শনিবার , ১১ নভেম্বর, ২০২৩ at ১০:০৫ পূর্বাহ্ণ

পার্বত্য চট্টগ্রামে ভ্রাতৃঘাতী সংঘাত ও হানাহানি বন্ধ করে শান্তি চুক্তি বাস্তবায়নে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এম এন লারমা)। গতকাল শুক্রবার সকালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা ও সাবেক সংসদ সদস্য মানবেন্দ্র নারায়ণ লারমার ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলার মহালছড়ির মুবাছড়ির খুলারাম পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত স্মরণসভায় এসব কথা বলেন সংগঠনটির শীর্ষ নেতারা। স্মরণসভায় শোকপ্রস্তাব পাঠ করেন জেএসএস’র (এম এন লারমা) রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক জুপিটার চাকমা। সভাপতিত্ব করেন ১০ নভেম্বর উদযাপন কমিটির আহ্বায়ক ও পার্টির কেন্দ্রীয় উপদেষ্টা আরাধ্যপাল খীসা। স্বাগত বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির খাগড়াছড়ি জেলার সাধারণ সম্পাদক প্রীতি খীসা। এসময় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুধাকর ত্রিপুরা বলেন, জুম্ম জনগণের আন্দোলন তথা জাতীয় জীবনের ইতিহাসে এই দিনটির অনেক তাৎপর্য বহন করে। কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অংশুমান চাকমা বলেন, মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার প্রদর্শিত স্মৃতির স্মরণসভায় তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি জুম্ম জনগণকে একই পতাকা তলে ও একই জুম্ম জাতীয়তাবাদের স্লোগানে উজ্জীবিত করেছিলেন।

পূর্ববর্তী নিবন্ধআজ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের জনসভা
পরবর্তী নিবন্ধরোটারি ক্লাব অফ চিটাগাং হেরিটেজের নিয়মিত সভা