রেমিটেন্স যোদ্ধাদের যথাযথ সামাজিক মর্যাদা দিতে হবে

প্রবাসী ক্লাবের সংবর্ধনা অনুষ্ঠানে হুইপ সামশুল হক

পটিয়া প্রতিনিধি | রবিবার , ১৩ মার্চ, ২০২২ at ১০:৪২ পূর্বাহ্ণ

পটিয়া প্রবাসী ক্লাবের উদ্যোগে নব-নির্বাচিত ১৭ ইউপি চেয়ারম্যানদের সংবর্ধনা ও সংগঠনের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, প্রবাসীরা দেশের সম্পদ। এসব রেমিটেন্স যোদ্ধাদের যথাযথ সামাজিক মর্যাদা দিতে হবে। তারা কষ্ট করে দেশে অর্থ প্রেরণ করে আমাদের অর্থনীতিকে গতিশীল রাখতে ভুমিকা রাখছে। আগামীতে প্রবাসীদের বিশেষ সুবিধা সম্বলিত স্মার্ট কার্ডের আওতায় আনা হবে। যা ব্যবহার করে প্রবাসীরা বিভিন্ন সেক্টরে বিশেষ সুবিধা পাবেন।
গতকাল শনিবার শান্তিরহাটস্থ একটি ক্লাব হলে সংগঠনের উপদেষ্টা আবু সুফিয়ান টিপুর সভাপতিত্বে ও নাছির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী। বিশেষ বক্তা ছিলেন সংগঠনের উপদেষ্টা হামিদ আলী। সংবর্ধিত অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক চৌধুরী, শাহাদাত হোসেন সবুজ, জাকারিয়া ডালিম, এম এ হাসেম, আমিনুল ইসলাম খান টিপু, মো. বখতিয়ার, মুক্তিযোদ্ধা সামশুল আলম, সরোজ সেন নান্টু, জিয়া উদ্দিন সাইফুল, শহিদুল ইসলাম ফরিদ, আবদুল আজিজ।

পূর্ববর্তী নিবন্ধস্বপ্ন দেখায়, পথ দেখায়
পরবর্তী নিবন্ধকক্সবাজারে ৫০ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা আটক