রেড-গ্রীন একাডেমির বার্ষিক সাংস্কৃতিক উৎসব

| সোমবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ at ১০:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর আরেফিননগরস্থ রেডগ্রীন একাডেমির বার্ষিক সাংস্কৃতিক উৎসব বিদ্যালয়ের নিজস্ব প্রাঙ্গণে গত ২৫ ফেব্রুয়ারি বিকেলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাংবাদিকতায় একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের চেয়ারপারসন লায়ন কামরুন মালেক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেডগ্রীন একাডেমির অধ্যক্ষ সারা তানভী। তিনি সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতিকে স্বাগত জানিয়ে বিদ্যালয়ের ব্যতিক্রমী পাঠদান সম্পর্কে উল্লেখ করেন। অতিথির বক্তব্যে বাংলাদেশ মহিলা সমিতি বালিকা বিদ্যালয় কলেজের সহকারী প্রধান শিক্ষিকা খাদিজা বেগম রেডগ্রীন একাডেমির পাঠদান পদ্ধতিকে ২০২৩ সালে শিক্ষা কার্যক্রম প্রবর্তিত শিখন পদ্ধতি বলে উল্লেখ করেন। ধন্যবাদ বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি লায়ন কামরুন মালেক উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বিদ্যালয়টি তার কোয়ালিটি সার্ভিস নিয়ে আরও বহুদূর এগিয়ে যাবে। এতে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী আবু বকর চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের বেশি বেশি বই পড়ার উপর গুরুত্বারোপ করেন।

বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে সর্বযুগের শ্রেষ্ঠ বাঙালি উল্লেখ করে এম এ মালেক বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য নেতৃত্বে এই লাল সবুজের পতাকা অর্জন সম্ভব হয়েছে। তিনি শেষ নি:শ্বাস পর্যন্ত দেশের সেবায় নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। আবু বকর চৌধুরী গতানুগতিক স্কুলগুলো থেকে রেডগ্রীনকে স্পষ্টভাবেই তাদের শিক্ষাদান পদ্ধতিতে পৃথক করা যায় বলে উল্লেখ করে তিনি বিদ্যালয়টির বর্তমান মান ধরে রেখে উত্তরোত্তর সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা কোরআন তেলাওয়াত, নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে স্কাউটস সমাবেশ
পরবর্তী নিবন্ধউরকিরচরে দুস্থ পরিবারে মশারি দিলেন এমপি ফজলে করিম