উরকিরচরে দুস্থ পরিবারে মশারি দিলেন এমপি ফজলে করিম

রাউজান প্রতিনিধি | সোমবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ at ১০:৫৯ পূর্বাহ্ণ

রাউজান উরকিরচর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দুস্থ পরিবারে মশারি ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, রাশিয়াইউক্রেন যুদ্ধে সারা বিশ্বে খাদ্য সংকট শুরু হয়েছে। কিন্তু আমাদের দেশে কোনো খাদ্য সংকট নেই। এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে।

আমাদের সকলের উচিত এই সরকারের ধারাবাহিকতা রক্ষা করার জন্য নৌকার পক্ষে ঐক্যবদ্ধ থাকা। গতকাল রোববার ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এস এম আব্দুল মজিদ।

সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিউল আলমের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন, উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল, ত্রিদীপ কুমার বড়ুয়া, আলহাজ্ব নুরুল আমিন, এরশাদ চৌধুরী, হাজী রফিক সওদাগর, এস এম হারুনুর রশিদ, জসিম উদ্দিন চৌধুরী, হাজী মোহাম্মদ আইয়ুব, আলী আকবর, সেলিম উদ্দিন, মোহাম্মদ মিয়া চৌধুরী, সরওয়ারুল আলম, তাপস বড়ুয়া, সাইফুদ্দীন সাইফ, মহিউদ্দিন ইমন, এস এম জাহাঙ্গীর আলম সুমন, শেখ মফিজুর রহমান, শেখ আখতারুজ্জামান পারভেজ, উৎপল মহাজন অরুন, কাজী মেজবাহ উদ্দীন, ইউপি সদস্য তাপস বড়ুয়া, কাউছার আলম, শেখ মনিরুল ইসলাম, মোহাম্মদ সাজ্জাদ শাহ, মো. আরমান হোসেন, মোহাম্মদ রায়হান আলম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধরেড-গ্রীন একাডেমির বার্ষিক সাংস্কৃতিক উৎসব
পরবর্তী নিবন্ধকাপ্তাই হ্রদে সুইপারের ভাসমান মরদেহ