ভাদো আশ্বিন, শরতের দিন
নিলো যে বিদায় চুপচাপ;
সারা রাত ভরে শিশিরেরা ঝরে
পাতায় পাতায় টুপটাপ।
ফোটে ফুলকলি, গেয়ে যায় অলি
ওই ফুল বাগে গুনগুন ;
টুনটুনি পাখি ওই ওঠে ডাকি
মনকাড়া সুরে টুনটুন।
শান্ত সুধীর হিমেল সমীর
বয়ে যায় আজ ঝিরঝির;
তার পরশনে সারা দেহ মনে
শিহরণ জাগে শিরশির।
রোজ ভোর হলে দুর্বার দলে
শিশিরেরা করে চিকচিক;
দেখে মনে হয়, শিশির তো নয়
মুক্তোর দানা ঠিক ঠিক।
শহরে ও গ্রামে রাত্রিতে নামে
কুয়াশার যবনিকা,
তোমার এরূপ বড়ো অপরূপ
রূপসী হেমন্তিকা।