ইউক্রেনের একাধিক শহর দখলের জন্য এবার মুখোমুখি লড়াইয়ে নেমেছে রুশ বাহিনী। কিন্তু সেই অভিযানে ইউক্রেনের শক্ত প্রতিরোধের মুখে পড়ছে তারা।
শহরগুলিতে দূর থেকে হামলা চালাতে প্রাথমিক ভাবে ৫৫০ কিলোমিটার পাল্লার ‘টস-১’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করছিল রাশিয়া। টি-৭২ ট্যাঙ্কের উপর বসানো এই ‘মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম’ (এমএলআরএস) এর বিধ্বংসী ক্ষমতা মারাত্মক। কিন্তু শহরের রাস্তায় মুখোমুখি লড়াইয়ে তা অকার্যকর। তাই ‘বিএম-২১ গ্রাড’ এর ওপর নির্ভর করছে তারা। এমএলআরএস এর ৫০০ মিটার-২০ কিলোমিটার মডেলগুলি ব্যবহার করেই গত দুদিন খারকিভ, খেরসনসহ কয়েকটি শহরে লড়াইয়ে নেমেছে তারা। গ্রাডবাহী গাড়িগুলিকে সুরক্ষা দিতে অগ্রসর হচ্ছে রুশ ট্যাঙ্কও।
এই পরিস্থিতিতে ইউক্রেন সেনার প্রধান হাতিয়ার আমেরিকায় তৈরি এফজিএম-১৪৮ জ্যাভলিন। বিশ্বের অন্যতম বিধ্বংসী এই ক্ষেপণাস্ত্রের আঘাতে গত কয়েক দিনে রাশিয়ার বেশ কিছু ট্যাঙ্ক ধ্বংস হয়েছে। রাজধানী কিয়েভের অদূরে পৌঁছে রুশ ফৌজের পিছিয়ে আসাতেও জ্যাভলিনের ভূমিকা রয়েছে মনে করছেন সামরিক বিশেষজ্ঞদের একাংশ।