রিভলবার বিক্রি করতে গিয়ে গ্রেফতার শিল্প পুলিশের কন্সটেবল

আজাদী অনলাইন | শনিবার , ২৬ ডিসেম্বর, ২০২০ at ১০:২৬ অপরাহ্ণ

অস্ত্র বিক্রির সময় নগরীতে গ্রেফতার হয়েছেন এক পুলিশ কন্সটেবল। তাকে কোতোয়ালী থানার সিনেমা প্যালেস এলাকার আদর আবাসিক হোটেল থেকে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ।
গ্রেফতার পুলিশ কন্সটেবল স্বরূপ বড়ুয়া রাঙ্গুনিয়ার পারুয়া ইউনিয়নের প্রকৃত বড়ুয়ার ছেলে। বিডিনিউজ ও বাংলানিউজ
তিনি চট্টগ্রাম শিল্প পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
শুক্রবার (২৫ ডিসেম্বর) রাতে একটি রিভলবারসহ স্বরূপকে আটক করে নগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে রাখা হয়। পরে এই ঘটনায় কোতোয়ালী থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের পর আজ শনিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে নগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানতে পারেন সিনেমা প্যালেস এলাকার আদর আবাসিক হোটেলে অস্ত্র বিক্রির জন্য এক ব্যক্তি অপেক্ষা করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে স্বরূপ বড়ুয়াকে আটক করা হয়। তার কাছ থেকে একটি রিভলবার উদ্ধার করা হয়।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মোহাম্মদ আব্দুর রব বলেন, “রাতে এক ব্যক্তি অস্ত্র নিয়ে হোটেল আদরে অবস্থান করছে খবর পেয়ে অভিযানে যায় গোয়েন্দা পুলিশের একটি দল। গোয়েন্দা পুলিশ হোটেলে অভিযানে গেলে হোটেলের বারান্দায় এক যুবককে অবস্থান করতে দেখতে পায়। পুলিশ দেখে পালানোর চেষ্টা করলে তাকে ধরে তল্লাশি করা হয়। তল্লাশিতে সে জ্যাকেটের ভেতর থেকে সাথে থাকা একটি রিভলবার বের করে দেয়।”
এডিসি রব জানান, জিজ্ঞাসাবাদে স্বরূপ জানিয়েছেন তিনি শিল্প পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত আছেন। তিনি অস্ত্রের বৈধ কাগজ দেখাতে পারেননি। অস্ত্রটি বিক্রি করতে সেই হোটেলে অবস্থান করছিলেন।
তিনি বলেন, “রিভলবারটির গায়ে কিছু লেখা ছিল না। সেটি কাঠের বাটযুক্ত। সেটি দেশি নাকি বিদেশি তা নিশ্চিত হওয়া যায়নি।”
থানায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। তিনি জানান, স্বরুপ বড়ুয়া নামে একজনের বিরুদ্ধে ডিবি পুলিশ থানায় মামলা দায়ের করেছে।
নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মুহাম্মদ আলী হোসেন বলেন, “স্বরুপ বড়ুয়া নামে একজনকে অস্ত্রসহ আটকের পর তিনি নিজেকে চট্টগ্রাম শিল্প পুলিশের কন্সটেবল হিসেবে পরিচয় দিয়েছেন। আমরা তার দেওয়া তথ্য যাচাইয়ে শিল্প পুলিশকে চিঠি পাঠিয়েছি।”
পুলিশ কর্মকর্তা মুহাম্মদ আলী হোসেন জানান, শিল্প পুলিশের পক্ষ থেকে এখনও স্বরুপ বড়ুয়ার পরিচয় নিশ্চিত করা হয়নি। স্বরুপ বড়ুয়ার বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম শিল্প পুলিশের পুলিশ সুপার মো. সোলায়মান জানান, কন্সটেবল স্বরূপ বড়ুয়া গত ২০ নভেম্বর চট্টগ্রাম নগর পুলিশ (সিএমপি) থেকে বদলি হয়ে শিল্প পুলিশ-৩ এ যোগ দিয়েছেন। গত ২৪ ডিসেম্বর থেকে তিনি ছুটিতে ছিলেন। তাকে বরখাস্ত করা হয়েছে এবং বিভাগীয় তদন্ত হচ্ছে বলে জানান তিনি।
উল্লেখ্য, এর আগে সীতাকুণ্ড উপজেলায় ‘ইয়াবা ব্যবসায়ী’ বলে তুলে নিয়ে এক ব্যবসায়ীর দুই লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠে দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে।
এরপর বৃহস্পতিবার সীতাকুণ্ড থানায় কর্মরত এসআই সাইফুল আলম ও কন্সটেবল সাইফুল ইসলাম নামে দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে নিখোঁজ মাদ্রাসা ছাত্রকে ৫ দিন পর উদ্ধার
পরবর্তী নিবন্ধসিঙ্গাপুর আওয়ামী লীগ নেতার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ