নগরীর রিডার্স স্কুল এন্ড কলেজ অক্সিজেন ক্যাম্পাসের ২০২২ সালের শিক্ষা কার্যক্রমের ওরিয়েন্টেশন গতকাল রোববার অধ্যক্ষ মোস্তফা রেজাউল মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় গভর্নিং বডির চেয়ারম্যান মঈনুদ্দীন কাদের লাভলু। বিশেষ অতিথি উপাধ্যক্ষ আব্দুল্লাহ ওমর ফারুক, সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর হোসেন,রাবেয়া ইয়াসমিন, রনি কুমার নাথ,পুলক বড়ুয়া,শাহ এমরান, তৌকিরুল আলম, তোফায়েল আহমেদ,জাকিয়া উম্মে তোহফা, সাইয়েদা ইয়াসমিন, তৃপ্তি বড়ুয়া, ইসমত জেরিন, রাসেল আমিন, নুরুল আনোয়ার, আব্দুস সোবহান, শহীদুল্লাহ, তাহেরা সুলতানা, নাজমিন আক্তার, জান্নাতুন্নেসা, চম্পা বড়ুয়া, শারমিন, শিউলি আক্তার, সাইফুল ইসলাম, রেহনুমা আফরিন, জান্নাতুল ফেরদৌস নীলা, ইসতিয়াক প্রমুখ। প্রধান অতিথি বলেন,দীর্ঘদিন করোনার প্রাদুর্ভাবে শিক্ষাব্যবস্থায় যে অচলাবস্থা তৈরী হয়েছিল তা ইতিমধ্যে কাটিয়ে উঠার জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপের সাথে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিশেষ ভূমিকা রাখছে। তিনি স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে সচেতন হওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান। এতে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুস সোবহান। প্রেস বিজ্ঞপ্তি।