রায়ে সন্তুষ্ট নন প্রদীপের আইনজীবী

| মঙ্গলবার , ১ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:২১ পূর্বাহ্ণ

দেড় বছর আগে কক্সবাজারে সংঘটিত সিনহা মো. রাশেদ খানকে হত্যা মামলার রায়ে মৃত্যুদণ্ড দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন সাবেক ওসি প্রদীপ কুমার দাশের আইনজীবী। গতকাল সন্ধ্যায় রায়ের পর এক প্রতিক্রিয়ায় আইনজীবী মহিউদ্দিন খান বলেন, আমরা রায়ের কপি পাওয়ার পর উচ্চ আদালতে যাব। খবর বিডিনিউজের। মামলার রায়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ছাড়াও বাহারছড়া তদন্ত কেন্দ্রের সাবেক পরিদর্শক লিয়াকত আলীর ফাঁসির রায় দিয়েছে আদালত।
মহিউদ্দিন খান শুধু সাবেক ওসি প্রদীপের পক্ষেই মামলায় লড়েছেন জানিয়ে বলেন, আদালত আজ এই মামলায় রায় দিয়েছেন। আমরা শুরু থেকেই ওসি প্রদীপের খালাস চেয়েছি। আদালতের সন্তুষ্টি ও সম্মান বজায় রেখে আমরা মামলায় শুনানি করেছি। আদালতের প্রতি সম্মান রেখেই বলছি, এই রায়ে আমরা সন্তুষ্ট হতে পারিনি। আমরা রায়ের কপি পাওয়ার পর উচ্চ আদালতে যাব।
তবে রায়ের পর বাদীপক্ষের আইনজীবী সন্তুষ্টির কথা বলেছেন। আদালত চত্বরে গণমাধ্যমের কাছে প্রতিক্রিয়া জানিয়ে বাদীপক্ষের আইনজীবী মো. জাহাঙ্গীর বলেন, মূল কিলার দুজন তাদের ফাঁসি হয়েছে। আমরা খুশি। মোটামুটি খুব ভালো জাজমেন্ট হয়েছে। এছাড়া ছয়জনের যাবজ্জীবন দেওয়া হয়েছে। এতে আমরা সন্তষ্ট।

পূর্ববর্তী নিবন্ধটিটকারির প্রতিশোধ হত্যা!
পরবর্তী নিবন্ধখুনের সঙ্গে ভয় দেখিয়ে অর্থ আদায় ছিল নেশা ও পেশা