ক্ষত যদি হয় অনেক গভীর
শুকোবার নয় ক্ষত তো
ক্ষণে ক্ষণে সেটা উসকায় খালি
মনে পীড়া দেয় সতত।
কিছু কিছু স্মৃতি ভুলতে পারি না
আজীবন সেটা মনে রয়
যেমন সেদিন যা‘ই ঘটেছিলো
আগষ্টের সে‘ পনেরোয়।
যেই মনে পড়ে তোলপাড় করে
বুক ফেটে আসে কান্না
বুকের ভেতরে কাজ করে সেই
কী গভীর এক টান না !
মনটুকু তাই ভারী হয়ে যায়
ফিরে সে‘ আগষ্ট মাস এলে
মনে হয় এসে দুয়ারে দাঁড়িয়ে
কড়া নেড়ে যায় রাসেলে ।