‘রাসেলকে হত্যা ইতিহাসের নিষ্ঠুর উদাহরণ’

আজাদী ডেস্ক | শনিবার , ২৩ অক্টোবর, ২০২১ at ৯:০৮ পূর্বাহ্ণ

শেখ রাসেলের ৫৮তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে বিভিন্ন জায়গায় আলোচনা সভা, মিলাদ মাহফিল, খাবার বিতরণ ও শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। এ সময় বক্তারা বলেন, রাসেলকে হত্যা ইতিহাসের নিষ্ঠুর উদাহরণ।
দক্ষিণ জেলা ছাত্রলীগ : শেখ রাসেল দিবস পালন উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাব বঙ্গবন্ধু হলে আলোচনা সভা, দোয়া মাহফিল, এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি খালেদ মাসুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তাহেরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেল আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু জাফর চৌধুরী, আবদুল কাদের সুজন, আবুল কালামা আজাদ, মোস্তাক আহমেদ আঙ্গুর, আতিকুল রহমান চৌধুরী প্রমুখ। এতে আরো উপস্থিত ছিলেন রুহুল আমিন, আব্দুল খালিদ, মিনহাজুল আবেদীন, ফারুক আজিজ, মামুনুর রহমান চৌধুরী, শাহাদাত হোসেন মানিক, তছলিম উল্লাহ চৌধুরী, মুমিনুল ইসলাম ইমন, মোহাম্মদ মিজানুর রহমান, শেখ ফজলুর রশিদ, দিদারুল আলম, সহিফা সোলতানা প্রমি, মো. জিয়াদ, আসিফ আজম চৌধুরী, শফিউল আলম প্রমুখ।
সরকারি আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রলীগ: শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে ১৮ অক্টোবর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কলেজ ছাত্রলীগের আহ্বায়ক সুজন গাজীর সভাপতিত্বে এবং কলেজ ছাত্রলীগের সদস্য সচিব নুর উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাজ্জাদ হোসেন আশিক, এনামুল হক মিনহাজ, তৌহিদুল ইসলাম আরফান, জোবায়ের প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৫ আগস্ট কাল রাতে ঘাতক খুনিরা অবুঝ নিষ্পাপ শিশু শেখ রাসেলকেও রেহাই দেয়নি। যা মানব ইতিহাসে শিশু হত্যার অন্যতম নিষ্ঠুর উদাহরণ। এ সময় বক্তারা ৭৫’র ঘাতক পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে অবিলম্বে ফাঁসি কার্যকর করার দাবি জানান।
কেবিএম শাহজাহান : শেখ রাসেলের ৫৮তম জন্মদিন ও শহীদ শেখ রাসেল দিবস উপলক্ষে গত সোমবার নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন মালি পাড়ায় বর্ণের স্কুল ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মেলন-২০২১ এর ব্যবস্থাপনা উপ-পরিষদের আহবায়ক ও স্বেচ্ছাসেবকলীগ নেতা সাদেক হোসেন চৌধুরী পাপ্পু। শুরুতে শহীদ শেখ রাসেলের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা সামগ্রী বিতরণ করেন নগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্মআহবায়ক কে. বি. এম. শাহজাহান।
উপস্থিত ছিলেন মুহাম্মদ জসিম উদ্দিন, মনোয়ার জাহান মনি, সামশেদ খোকন, সাধন দাশ, পংকজ রায়, নুর আহম্মদসহ স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র নেতৃবৃন্দ।
কলিমউল্লাহ মাস্টার স্কুল : শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে এনায়েত বাজার কলিমউল্লাহ মাস্টার সরকারি প্রাইমারী স্কুলে গত ১৮ অক্টোবর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্কুল পরিচালনা কমিটির সহ-সভাপতি বজল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কোতোয়ালী থানা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ইসমাইল। প্রধান শিক্ষক শেখর দাশের সঞ্চালনায় সভায় আরো অংশ নেন সোলাতানা রোকেয়া, জিমি দে, শ্বতরূপা বড়ুয়া, মো. কাইয়ুম হোসেন খান প্রমুখ। প্রধান অতিথি বলেন, পৃথিবীর ইতিহাসে জঘন্যতম এই হত্যাকান্ডের মধ্য দিয়ে বঙ্গবন্ধু রক্তের উত্তরাধিকারীদের নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল তারা। কিন্তু এরা সফল হয়নি। যতদিন বাংলাদেশ থাকবে শেখ রাসেল এক মানবিক সত্ত্বা হিসেবে বেঁচে থাকবে শিশু-কিশোর ও তরুণ প্রজন্মের কাছে। পরে এ উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণও করা হয়।
৪৩নং আমিন শিল্পাঞ্চল : শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে শেখ রাসেল স্মৃতি সংসদ ৪৩নং আমিন শিল্পাঞ্চল ওয়ার্ড শাখার উদ্যোগে সম্প্রতি কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি নূরনবী খন্দকার আকাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজন গাজীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর যুবলীগ নেতা এম. ইলিয়াছ সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৪৩নং আমিন শিল্পাঞ্চল স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল বাতেন, ইঞ্জিনিয়ার শিবলী সাদেক সোহেল, আরিফ আহমেদ সুজন, ইসলাম হোসেন রনি, শিবলু আহমেদ জামাল, এমদাদুল হক বাকের, আব্দুল মান্নান, কামাল হোসেন প্রমুখ।
চান্দগাঁও শেখ রাসেল স্মৃতি পরিষদ : নগরীর চান্দগাঁও শেখ রাসেল স্মৃতি পরিষদের উদ্যোগে শেখ রাসেল দিবস পালন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগে শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য কেবিএম শহিদুল কায়সার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটি সদস্য শাফায়েতুল হক জাবেদ, মোহাম্মদ আলাউদ্দীন চৌধুরী মোরশেদ। বক্তব্য রাখেন চান্দগাঁও শেখ রাসেল স্মৃতি পরিষদের প্রধান উপদেষ্টা ওয়াহিদুল আলম ওয়াহিদ, আলমগীর, ইকবাল হোসেন, জামান, নওসাদ, বখতিয়ার, জয়, পারভেজ, সাজ্জাদ হোসেন, আশরাফুল আলম, তাসবির, আসিফ ইমরান, আবিদ, জাহেদ, এহাসান, ইমতিয়াজ, ফাহিম প্রমুখ। অনুষ্ঠানে দোয়া-মোনাজাত পরিচালনা করেন ইসলামী গবেষক অধ্যক্ষ মাওলানা এম সোলাইমান কাসেমী।

পূর্ববর্তী নিবন্ধকরোনাকালে বেড়েছে বাল্যবিবাহ
পরবর্তী নিবন্ধরাসুলের (সা.) আগমনে পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছিল সাম্য