মহানগর আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক প্রয়াত মুক্তিযোদ্ধা দেবাশীষ গুহ বুলবুলের সৎকার অনুষ্ঠান গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় নগরীর বলুয়ার দীঘিস্থ অভয়মিত্র মহাশ্মশানে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ, ডেপুটি কমান্ডার মো. শহীদুল হক চৌধুরী ছৈয়দ, সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, মুক্তিযোদ্ধা ফেরদৌস হাফিজ খান রুমু, কাজী নুরুল আবছার, সৌরিন্দ্রনাথ সেন, আশীষ গুপ্ত, পিনাকী দাস, চন্দন দাস, জহর লাল হাজারী, পুলক খাস্তগীর, বেবী দোভাষ, মো. সরওয়ার আলম চৌধুরী মনিসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী সৎকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, করোনায় আক্রান্ত বীর মুক্তিযোদ্ধা দেবাশীষ গুহ বুলবুল গত শুক্রবার বিকেল পৌনে ৪টায় নগরীর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রেস বিজ্ঞপ্তি।