রাশেদ রউফ-এর অন্ত্যমিল

| সোমবার , ১৮ মার্চ, ২০২৪ at ৫:৩৪ পূর্বাহ্ণ

কষ্ট পেলে কি চলবে

কাজ করলেই আলোচনা হবে

বিরোধিতা হবে বাইরে

কাজের ভেতরে আনন্দ ঘোরে

তার মতো সুখ নাইরে।

বসে থাকে যারা কোনো কাজ ছাড়া

ওরা তো থাকবে নিন্দেয়

সুযোগ পেলেই ল্যাং মেরে বসে

কখনো পেছনে পিন দেয়।

সামর্থ্য নেই যার কিছু করা

তারাই অনেক বলবে

তাদের বাধাতে তাদের কথাতে

কষ্ট পেলে কি চলবে?

পূর্ববর্তী নিবন্ধবিজ্ঞানী জামাল নজরুল ইসলাম স্মরণে আহরণের আয়োজন
পরবর্তী নিবন্ধকালজয়ী নাটকের সচ্ছন্দ অনুবাদ এবং চৌকস নির্দেশনা