কষ্ট পেলে কি চলবে
কাজ করলেই আলোচনা হবে
বিরোধিতা হবে বাইরে
কাজের ভেতরে আনন্দ ঘোরে
তার মতো সুখ নাইরে।
বসে থাকে যারা কোনো কাজ ছাড়া
ওরা তো থাকবে নিন্দেয়
সুযোগ পেলেই ল্যাং মেরে বসে
কখনো পেছনে পিন দেয়।
সামর্থ্য নেই যার কিছু করা–
তারাই অনেক বলবে
তাদের বাধাতে তাদের কথাতে
কষ্ট পেলে কি চলবে?