রাশেদ রউফ – এর অন্ত্যমিল

| সোমবার , ৯ অক্টোবর, ২০২৩ at ৯:৫১ পূর্বাহ্ণ

থেমে নেই ষড়যন্ত্র

বিরোধিতা চলে ভেতরে ভেতরে

বিরোধিতা চলে বাইরে

এতো কাজকাম, এতো নামধাম

হিসাবে বালামে নাইরে।

তালি দিতে আজ ভুলে গেছে তবে

গালি দিয়ে দিয়ে চলছে

বেলুনের মতো ফুলিয়ে ফাঁপিয়ে

একথা ওকথা বলছে।

তলে তলে সব আপস হলেও

আয়ত্তে নেই মন্ত্র

কেউ খেতে চায়, কেউ পেতে চায়

থেমে নেই ষড়যন্ত্র।

পূর্ববর্তী নিবন্ধডা. নুরুল ইসলাম ও সৈয়দ আবদুল লতিফ স্মরণসভা
পরবর্তী নিবন্ধগানের নেপথ্যের কথা