রাশেদ রউফ-অন্ত্যমিল

| সোমবার , ১৯ এপ্রিল, ২০২১ at ৬:০৩ পূর্বাহ্ণ

মানুষ বাঁচে ভালবাসায়

কিসের এত বাহাদুরি
কিসের এত দম্ভ
এক নিমিষে শেষ হয়ে যায়
দৈর্ঘ্য-ব্যাস-লম্ব!
আজকে হয়তো চেয়ার আছে
পেয়ার মিলে সস্তায়-
চেয়ার গেলে কী হয় দশা!
কর্মদোষে পস্তায়।
মর্মমূলে কর্ম প্রধান
লেখা আছে ধর্মে-
মানুুষ বাঁচে ভালবাসায়
মানুষ বাঁচে কর্মে।

পূর্ববর্তী নিবন্ধসুখের সংসারে অন্ধকার
পরবর্তী নিবন্ধ৭৮৬