কক্সবাজারের রামুর খুনিয়াপালং এর বড়ডেবা হেডম্যান পাড়ায় মোহাম্মদ জুয়েল (১৬) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার বিকালে রামু থানা পুলিশ ওই কিশোরের মৃতদেহ উদ্ধার করে। জুয়েল ওই এলাকার হেডম্যান পাড়ার মনিরুজ্জামানের ছেলে।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসাইন জানিয়েছেন, ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।