রামগড়ে পাহাড় কাটার সময় স্কেভেটর চালকের মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি | সোমবার , ২২ মে, ২০২৩ at ৮:২১ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ে রাতের আঁধারে পাহাড় কাটার সময় স্কেভেটর উল্টে চালকের মৃত্যু হয়েছে। গত শনিবার রাত পৌনে ১২টায় উপজেলার পাতাছড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান (৩০) নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার কবিরহাটের বাসিন্দা। মৃত্যুর খবর নিশ্চিত করে রামগড় থানার উপ পরিদর্শক কাজী মোহাম্মদ জাকারিয়া জানান, সংবাদ পেয়েই রামগড় থানার পরিদর্শক (তদন্ত) ফখরুল ইসলামের নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শনে আসি। স্কেভেটর মেশিনটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে রামগড় থানায় নিয়ে আসা হয়েছে। জানা যায়, এর আগেও পাহাড় ধসে কালাডেবা এলাকার সমপ্রু পাড়ায় মিজানুর রহমান নামের আরেক ব্যক্তি পাহাড় কাটার সময় পাহাড় ধসে নিহত হন।

পূর্ববর্তী নিবন্ধদেশকে এগিয়ে নিতে সমন্বিতভাবে কাজ করতে হবে : হাকিম আলী
পরবর্তী নিবন্ধহুনি রাঁধনত গুণী হন সিজন-২’র ঢাকা বিভাগ সেমিফাইনাল সম্পন্ন