চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা আয়োজিত রাফি স্মৃতি মহানগরী জুনিয়র (অনূর্ধ্ব–১৮) ক্রিকেট লিগের গতকালের দুটি খেলা দামপাড়া পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত হয়। দিনের প্রথম খেলায় স্বাধীনতা ক্রিকেট একাডেমি ২২ রানে ইন্ডিপেন্ডেন্ট ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে স্বাধীনতা ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভারে ১০৮ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নামা ইন্ডিপেন্ডেন্ট ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভারে ৮৬ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেন জাহেদুল। একই দলের পক্ষে ২টি উইকেট নিয়েছে রাইসুল।
ইন্ডিপেন্ডেন্ট ক্রিকেট একাডেমির পক্ষে সর্বোচ্চ ৩২ রান করে মামুন আর ৩টি উইকেট নিয়েছে তাহাজিব। দিনের ২য় খেলায় চিটাগাং ইয়ুথ ক্রিকেট একাডেমি ৪ উইকেটে সাইনিং স্পোর্টস একাডেমিকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নামা সাইনিং স্পোর্টস একাডেমি নির্ধারিত ২০ ওভারে ১০৪ রান সংগ্রহ করে। ১০৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ইয়ুথ ক্রিকেট একাডেমি ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় । বিজয়ী দলের পক্ষে সর্বোচ্চ ২৪ রান করে মুন আর ৩টি উইকেট নিয়েছে ইমন। সাইনিং স্পোর্টস একাডেমির পক্ষে সর্বোচ্চ ২৯ রান করে আশ্রাফ। সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছে জিহাদ।