রাতটা এলো। চুপিসারে।
হাত বাড়ালো অন্ধকারে ।
ভয় পেয়েছি! সত্যি কি না
ঠিক মনে নেই। ঠিক জানি না।
একটা কথা মনে আছে।
বলেছিলাম রাতের কাছে
গল্প শোনাও। শোনাও ছড়া।
রাত ঢাললো খুশির ঘড়া।
খুললো আজব স্মৃতির বেণী
শুনতে শুনতে ঘুম আসে নি।
হাজার স্বপ্ন মারলো উঁকি
মন হয়েছে সতেজ সুখি।
ধাঁধার মতো রাতটা এলো
রঙ লাগিয়ে ফিরে গেল।
এইভাবে রোজ রাতের খামে
গল্প নামে। ছন্দ নামে।