রাজকীয় প্রত্যাবর্তনে মুশফিকের অনন্য মাইলফলক

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ১৯ মে, ২০২২ at ৭:৪৩ পূর্বাহ্ণ

বাংলাদেশের টেস্ট ক্রিকেটে এখন সবার উপরে মুশফিকুর রহিম। গত কয়েক ম্যাচ ধরে ব্যাটে রান আসছিল না মুশফিকের। তবে শেষ পর্যন্ত ফিরলেন একেবারে রাজকীয়ভাবে। ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নিয়েছেন মুশফিক। যদিও সেটি এসেছে দীর্ঘ ২৭ মাস পর। তবে গতকাল পাওয়া সেঞ্চুরিটির চাইতে বড় যে কীর্তিটি গড়েছেন মুশফিক তা হচ্ছে বাংলাদেশের টেস্ট ক্রিকেটারদের মধ্যে সবার আগে পূরণ করলেন পাঁচ হাজার রান। যদিও সে মাইলফলকটি মুশফিকের আগেই পেরিয়ে যেতে পারতেন তামিম। কিন্তু তৃতীয় দিনে ইনজুরিতে পড়ে অবসরে চলে যাওয়ায় সেটা আর হয়নি। তারপরও সুযোগ ছিল তামিমের সামনে। গতকাল লিটন দাশ আউট হলে আবার মাঠে নেমেছিলেন তামিম। কিন্তু প্রথম বলেই বোল্ড হয়ে ফিরে গেলে ৫ হাজার রানের মাইলফলকে যাওয়া হয়নি তামিমের। এই ওপেনারের এখনো দরকার ১৯ রান। যদি দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুযোগ পান তামিম তাহলে বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ৫ হাজার রানের মাইলফলকে যেতে পারবেন।

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের খেলা যখন শুরু করেন মুশফিক তখন ৫ হাজার রানের ছেয়ে ১৫ রান দূরে ছিলেন। তবে তাড়াহুড়ো করেননি তিনি। মাইলফলক স্পর্শ করতে সময় নিয়েই এগিয়ে যান একটু একটু করে। এই ১৫ রানের দূরত্ব ঘোচাতে বল খেলেন ৪৮টি। যে শটে এলো রান, সেটি অবশ্য মুশফিক খেলতেই চাননি। আসিথা ফার্নান্দোর করা শর্ট বলটি হাত উঁচিয়ে ছেড়ে দিতে চেয়েছিলেন। কিন্তু বল গ্লাভসে লেগে চলে যায় ফাইনলেগের দিকে। দৌড়ে দুই রান নিয়ে পৌঁছে যান ৫ হাজার রানের মাইলফলকে।

৫ হাজার রানের পথে দারুণ দ্বৈরথ জমে ওঠেছিল তামিম এবং মুশফিকের মধ্যে। দেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট রানের রেকর্ডটি হাতবদল হয় কয়েক দফায়। এবার ৫ হাজার থেকে ১৫২ রানের দূরত্বে এই টেস্ট শুরু করেছিলেন তামিম। আর মুশফিকের প্রয়োজন ছিল ৬৮ রান। দ্বিতীয় ও তৃতীয় দিনে দুর্দান্ত ব্যাট করে সেঞ্চুরি তুলে নেওয়া তামিমের ব্যাটিং দেখে মনে হচ্ছিল তিনিই সবার আগে ৫ হাজার রানে পৌঁছে যাবেন। কিন্তু প্রচন্ড গরমে তামিমের হাতে ক্র্যাম্প করায় তার আর হয়নি। মঙ্গলবার চা বিরতির পর তিনি আর ব্যাটিংয়ে নামেননি। মুশফিক তখন ব্যাট করছিলেন ১৪ রানে। সেখান থেকে দিন শেষ করেন তিনি অপরাজিত ৫৩ রান নিয়ে। অবশেষে তামিমকে দর্শক বানিয়ে মুশফিকই ছুঁয়ে ফেললেন অসাধারণ এই লক্ষ্য। এখন অপেক্ষা করতে হবে তামিমকে মুশফিকের সঙ্গী হতে।

পূর্ববর্তী নিবন্ধখোঁজ নেন না স্বামী, নবজাতক ফেলে পালিয়ে গেলেন মা!
পরবর্তী নিবন্ধশক্ত অবস্থানে বাংলাদেশ, শেষ দিনে আজ রোমাঞ্চের আভাস