রাঙ্গুনিয়ায় ১০ ফুট ৫ ইঞ্চি দৈর্ঘ্যের অজগর উদ্ধার

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ২৬ জুন, ২০২২ at ৬:৩৫ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় লোকালয় থেকে ১০ ফুট ৫ ইঞ্চি দৈর্ঘ্যের অজগর সাপ উদ্ধার করেছে বনবিভাগ। গতকাল শনিবার বিকালে উপজেলার রাঙ্গুনিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আন্ন সিকদার পাড়া এলাকা থেকে সাপটি উদ্ধার করা হয়।

এটির ওজন ১০ কেজি। বনবিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জের কোদালা বিট কর্মকর্তা নবীন ধর বলেন, স্থানীয় লোকজন লোকালয়ে অজগর সাপটি দেখে আমাদের খবর দেয়। সাপটি শেখ রাসেল অ্যাভিয়ারি এন্ড ইকোপার্কে নিয়ে আসা হয়েছে। এটির শারিরীক অবস্থা দেখে কাপ্তাই জাতীয় উদ্যানে ছেড়ে দেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রী দেখিয়ে দিয়েছেন বাঙালি সবই পারে
পরবর্তী নিবন্ধপদ্মা সেতু আমাদের সাহস বাড়িয়ে দিয়েছে : মেয়র