রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত রিকশা চালকের পরিবারকে ঘর উপহার

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ১৯ সেপ্টেম্বর, ২০২২ at ৯:২৭ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত রিকশা চালক জমির উদ্দিনের হতদরিদ্র পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। তথ্য ও সমপ্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির পক্ষ থেকে এই ঘরটি নির্মাণ করে দেয়া হয়। গতকাল রোববার চন্দ্রঘোনা বুইজ্জার দোকান এলাকার নবনির্মিত ঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন ও চাবি হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য দেন চন্দ্রঘোনা-কদমতলী ইউপি চেয়ারম্যান ইদ্রিচ আজগর, উত্তরজেলা আওয়ামী লীগের সদস্য আকতার হোসেন খান, ইকবাল হোসেন, আরিফুল ইসলাম চৌধুরী, সাংবাদিক মাসুদ নাসির, ওমর ফারুক, মাহবুবুল আলম, মো. মহসিন, গাজী মোহাম্মদ এনাম প্রমুখ। উল্লেখ্য, গত ৯ জুন চন্দ্রঘোনা বুইজ্জার দোকান এলাকার রিঙা চালক জমির উদ্দিন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। এতে তিন কন্যা ও এক পুত্র সন্তান নিয়ে অসহায় হয়ে পড়েন তার স্ত্রী মুন্নী আক্তার। জরাজীর্ণ বসতঘরে মানবেতর দিনযাপন করছিলেন তিনি। পরে তথ্যমন্ত্রীর পক্ষ থেকে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদের সহায়তায় সেমিপাকা বসতঘরটি নির্মাণ করে দেয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধবেঙ্গল সিটি লায়ন্স ও লিও ক্লাবের ফ্রি চক্ষু শিবির
পরবর্তী নিবন্ধসাবেক ফুটবলার এরশাদ আলি খান ভুট্টোর ইন্তেকাল