বেঙ্গল সিটি লায়ন্স ও লিও ক্লাবের ফ্রি চক্ষু শিবির

| সোমবার , ১৯ সেপ্টেম্বর, ২০২২ at ৯:২৭ পূর্বাহ্ণ

নগরীর বাকলিয়া থানাস্থ ব্রাইট সান কেজি এন্ড হাইস্কুলে লায়ন্স ক্লাব অব চিটাগং বেঙ্গল সিটির আয়োজনে ফ্রি চক্ষু শিবির গত শনিবার অনুষ্ঠিত হয়। এতে এলাকার দুঃস্থ, অসহায় ও গরীব রোগীদের চক্ষু পরীক্ষা, বিনামূল্যে চশমা বিতরণ, স্বাস্থ্যসেবা, ফ্রি ওষুধ বিতরণ ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এছাড়াও বিনামূল্যে ৭৪ জন চক্ষু রোগীদের ছানি অপারেশন আগামী অক্টোবর মাসের ২ ও ৩ তারিখ লায়ন্স চক্ষু হাসপাতালে অপারেশন করা হবে বলে জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫, বি ৪ এর জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন জেলার রিজিয়ন চেয়ারপারসন-হেড কোয়ার্টার ও লিও ক্লাব এডভাইজর লায়ন মো. শাহেদুল ইসলাম, রিজিয়ন চেয়ারপারসন লায়ন জসীম উদ্দীন, লায়ন নুরুল আফসার, লায়ন মো. মোফাজ্জল করিম, ডিস্ট্রিক্ট চেয়ারপারসন লায়ন মো. সরওয়ার আলম, লায়ন মো. আলমগীর, ক্লাব প্রেসিডেন্ট লায়ন মো. আবু তাহের, ক্লাব সেক্রেটারি লায়ন মোহাম্মদ ইসমাঈল, লায়ন মো. নাছের, লায়ন মো. আলী আজমল সুমন, লায়ন মো. মুজিব প্রমুখ। আরও উপস্থিত ছিলেন লিও নুর হোসাইন, আরাফাতুল হাসান, সাদলী, অচিন, শুভ বিশ্বাস, লিপি, সাগর, রিজভী, মুনমুন, স্বস্তিকা, মামুন, পূর্না, কাউছার, পারভেজ, আসিফ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের এ্যাডভোকেসি সভা
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত রিকশা চালকের পরিবারকে ঘর উপহার