রাঙ্গুনিয়ায় ভেঙে দেয়া হল ইটভাটার চিমনি

সাড়ে ৩ লাখ ইট নিলামে বিক্রি

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৮ আগস্ট, ২০২৫ at ৪:৫৬ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় একটি ইটভাটার চিমনি ও কিলন ভেঙে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়। এছাড়া ওই ইটভাটার সাড়ে ৩ লাখ ইট উন্মোক্ত নিলামের মাধ্যমে তিন লাখ আট হাজার টাকায় বিক্রি করে দেয়া হয়েছে।

গতকাল বুধবার বিকালে উপজেলার দক্ষিণ রাজনগর ইউনিয়নের সোনারগাঁও এলাকায় অবস্থিত মেসার্স আল মদিনা ব্রিকস ইটভাটায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান।

জানা যায়, পরিবেশ আদালত, চট্টগ্রামের পরিবেশ মামলা নং ০৩/২০১১ এর রায়ের আদেশ বাস্তবায়নের লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের পক্ষ থেকে এই অভিযান চালানো হয়। উচ্ছেদ অভিযানে মেসার্স আলমদিনা ব্রিকস১ ইটভাটাটির ১২০ ফুট উচ্চতার ফিঙড চিমনি ও কিলন ধ্বংস করে গুড়িয়ে দেওয়া হয় এবং ২০১১ সালের মামলায় জব্দকৃত ৩ লাখ ৫০ হাজার ইট উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রয় করা হয়। উক্ত নিলাম কার্যক্রমে সর্বোচ্চ দরদাতা মো. সাইফুজ্জামানের কাছে ৩ লাখ ৮ হাজার টাকা দরে বিক্রি করে বুঝিয়ে দিয়ে নিলাম কার্যক্রম সম্পন্ন হয়। অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন এবং ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় ছাত্রকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন
পরবর্তী নিবন্ধজুলুস হবে জামেয়া থেকে জিইসি মোড় পর্যন্ত