রাঙ্গুনিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ

স্বজনদের দাবি হত্যা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৯ সেপ্টেম্বর, ২০২১ at ৫:২৩ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় শাহানা আক্তার (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই গৃহবধুর বাড়ি উপজেলার পদুয়ার সোমবাইজ্যা হাট এলাকায়। গতকাল বুধবার ভোররাতে পুলিশ লাশ থানায় নিয়ে যায়। শাহানার বড়বোন রোকসানা আক্তারের দাবি, তাঁর ছোট বোনকে স্বামী হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে।
রাঙ্গুনিয়া থানার ওসি মাহবুব মিলকী বলেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদনের ওপর ভিত্তি করে পদক্ষেপ নেয়া হবে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। থানায় অপমৃত্যুর মামলা হবে।
পদুয়ার ইউপি সদস্য মো. শাহজাহান বলেন, পদুয়ার ৮ নম্বর ওয়ার্ড এলাকার বেদারুল আলমের সাথে একই গ্রামের শাহানা আক্তারের ২০১২ সালে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাঁদের মধ্যে পারিবারিক কলহ লেগেছিল। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মঙ্গলবার রাত ১২ টার দিকে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে শাহানা আক্তার তাঁর শয়নকক্ষে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়। তাঁর স্বামী বারান্দায় ছিল। দীর্ঘক্ষণ দরজা না খোলায় সন্দেহ হলে পরিবারের লোকজন প্রতিবেশীদের ডেকে ঘরের দরজা ভেঙ্গে দেখেন ঘরের বিমের সাথে রশিতে ঝুলানো শাহানার নিথর দেহ। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধতালেবান সরকারকে এখনই স্বীকৃতি দিচ্ছে না বাংলাদেশ
পরবর্তী নিবন্ধস্কুল-কলেজে প্রতিদিন দুটি করে ক্লাস