বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় রাঙ্গুনিয়া জুড়ে চলছে উৎসব। আর্জেন্টাইন সমর্থকরা রোববার রাত থেকে শুরু করে গতকাল সোমবার দিনভর নানাভাবে এই জয়কে উদযাপন করেছে। এরমধ্যে বিজয় মিছিল, মিষ্টি বিতরণ, বাজি ফুটানোসহ নানা আয়োজন ছিল চোখে পড়ার মতো। গতকাল সকালে উপজেলার রোয়াজারহাটে সাধারণ সিএনজি অটোরিকশা চালকদের মাঝে মিষ্টি বিতরণ করে রাঙ্গুনিয়া আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠি। এছাড়া উপজেলার পশ্চিম সরফভাটা গ্রামে গরু জবাই করে এই জয় উদযাপন করে সমর্থকরা।
এর আগে বিশ্বকাপ ফাইনালের খেলা উপভোগে উপজেলার অন্তত অর্ধ শতাধিক স্পটে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়। সমর্থকদের পতাকা, ঢোল, বাশি আর আতশবাজি নিয়ে বড় পর্দায় খেলা উপভোগ করতে দেখা গেছে।
পশ্চিম সরফভাটার স্থানীয় কাজী মো. মুনিক নামে এক সমর্থক বলেন, আর্জেন্টিনার সকল সমর্থকরা মিলে ৩৯ হাজার টাকা দিয়ে গরু ক্রয় করে জবাই করা হয়। পরে সকলের মাঝে খাবার বিতরণ করে জয়টা উদযাপন করা হয়।
রোয়াজারহাটে মিষ্টি বিতরণকালে সমর্থক বিকে লিটন চৌধুরী বলেন, অবশেষে লিওনেল মেসির হাতে ট্রফি উঠল, আর্জেন্টিনা ঘোচাল ৩৬ বছরের কাপের আক্ষেপ। এই জয়কে স্মরণীয় করে রাখতেই মিষ্টি বিতরণ করা হয়েছে।