রাঙ্গুনিয়ায় অনলাইনে ভূমি উন্নয়ন কর মেলা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১ নভেম্বর, ২০২২ at ৭:১৭ পূর্বাহ্ণ

‘ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল’ এই প্রতিপাদ্যে রাঙ্গুনিয়ায় তিনদিনব্যাপী অনলাইন ভূমি উন্নয়ন কর মেলা শুরু হয়েছে। গতকাল সোমবার অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধে যে কোনও সমস্যা সমাধানের জন্য উপজেলা রাজস্ব প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ মেলার আয়োজন করা হয়। আগামী বুধবার পর্যন্ত এই মেলা চলবে। এই উপলক্ষে এক র‌্যালি বের করা হয়। এতে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার আতাউল গনি ওসমানী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামশেদুল আলমসহ জনপ্রতিনিধি ও সেবা নিতে আসা জনসাধারণ।সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামশেদুল আলম বলেন, ডিজিটাল ভূমি সেবা নিশ্চিতকরণের অংশ হিসেবে উপজেলায় অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায় করা হচ্ছে।
অনলাইনে হোল্ডিং এন্ট্রি কাজ সম্পন্ন হয়েছে। আপনার অনলাইন হোল্ডিংটি সঠিক আছে কিনা এবং কিভাবে আপনার মোবাইল থেকে বা ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করবেন সে বিষয়ে অবহিত করতে এবং অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধসহ যে কোন সমস্যা সমাধানের জন্য উপজেলা রাজস্ব প্রশাসন এ আয়োজন করেছে।
তিনি আরো বলেন, মেলায় আসার সময় জমির মালিকানার সর্বশেষ খতিয়ান, সর্বশেষ ভূমি উন্নয়ন কর প্রদানের দাখিলা, জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে।

পূর্ববর্তী নিবন্ধপোর্ট্রেটের ৩৩ বছর পূর্তিতে আলোকচিত্রী সম্মেলন
পরবর্তী নিবন্ধসপ্তাহে দুদিন অপারেশনের সুযোগ পাচ্ছে থোরাসিক সার্জারি, আলাদা ওটি উদ্বোধন