রাঙ্গুনিয়া মরিয়মনগর ওয়ার্ড আ. লীগের সম্মেলন

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ২৯ জানুয়ারি, ২০২২ at ৮:১৪ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া পৌরসভাসহ উপজেলার ৫ ইউনিয়নে সম্মেলনের তারিখ ঘোষণা করেছে উপজেলা আওয়ামী লীগ। এই ইউনিয়নগুলোর সম্মেলন সফল করার লক্ষে ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। গতকাল শুক্রবার বিকালে উপজেলার মরিয়মনগর ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ আবু ছালেহের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতী। উদ্বোধক ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান মুজিবুল হক হিরু। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক শওকত হোসেন সেতু।

ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. মঈন উদ্দিন ও ছাত্রলীগ নেতা আজগর হোসেনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য জামাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন, আব্দুর রহিম, সিরাজুল করিম সিকদার, আইয়ুব রানা, সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান, মোহাম্মদ সেলিম, পারভেজ হোসেন, নাছির উদ্দিন আহমেদ, জাকের হোসেন, মোরশেদ তালুকদার, ওমর শরীফ, আবু ছালেহ, জসিম উদ্দিন, রেজাউল করিম, মনোয়ার করিম সিকদার, আরিফুল ইসলাম, লিটন মুৎসুদ্দী, মুবিনুল হক লেদু, মোহাম্মদ শাহ, রূপম চৌধুরী প্রমুখ। । প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমানবিক সেবাদানে ভূমিকা রাখছে লায়ন্স সার্ভিস কমপ্লেক্স
পরবর্তী নিবন্ধশিল্পকলায় আবৃত্তি উৎসব