শিল্পকলায় আবৃত্তি উৎসব

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৯ জানুয়ারি, ২০২২ at ৮:১৫ পূর্বাহ্ণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে ঘিরে সারাদেশের আবৃত্তি সংগঠনগুলোর ফেডারেশন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের ৫ দিনব্যাপী আয়োজনের দ্বিতীয় দিনের অনুষ্ঠান চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্মসম্পাদক রাশেদ হাসানের সভাপতিত্বে ও নির্বাহী সদস্য মাহবুবুর রহমান মাহফুজের সঞ্চালনায় বক্তব্য দেন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক দেবাশীষ রুদ্র, নির্বাহী সদস্য তাসকিয়াতুন নূর তানিয়া, সেলিম রেজা সাগর, হাসান জাহাঙ্গীর ও মশরুর হোসেন। অনুষ্ঠানে বৃন্দ পরিবেশনায় অংশ নেন, নরেন আবৃত্তি একাডেমি, নির্মাণ আবৃত্তি অঙ্গন, মুক্তধ্বনি আবৃত্তি সংসদ, কন্ঠনীড় বাচিক শিল্পচর্চা কেন্দ্র, ত্রিতরঙ্গ আবৃত্তি দল চট্টগ্রাম, দর্পণ সাহিত্য ও সাংস্কৃতিক সংঘ, প্রমা আবৃত্তি সংগঠন, সুচয়ন ললিতকলা কেন্দ্র, স্পৃহা আবৃত্তি নীড়, উত্তরায়ণ সাহিত্য পরিষদ, স্বদেশ আবৃত্তি সংগঠন, শব্দনোঙর আবৃত্তি সংগঠন, বোধন আবৃত্তি পরিষদ, স্বরনন্দন বাচিক শিল্প চর্চা কেন্দ্র, রাউজান আবৃত্তি পরিষদ, চট্টগ্রাম আবৃত্তি চর্চা কেন্দ্র এবং ঐকতান পরিবার।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়া মরিয়মনগর ওয়ার্ড আ. লীগের সম্মেলন
পরবর্তী নিবন্ধরাউজানে আগুনে পুড়েছে চার বসতঘর