রাঙ্গুনিয়া উপজেলায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ও অনিয়ম দমনে নতুন পরিকল্পনা গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। সাপ্তাহিক হাটে কৃষকদের পণ্য বিক্রির সুবিধার্থে চালু হবে কৃষক কর্নার। গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা সভায় এ সিদ্ধান্ত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বাজার তদারকি করছে প্রশাসন। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অতিরিক্ত মূল্য নিলে মোবাইল কোর্টের মাধ্যমে দণ্ড দেওয়া হচ্ছে। বাজার নিয়ন্ত্রণে সজাগ থাকতে হবে সংশ্লিষ্টদের। কৃষকদের উৎপাদিত পণ্য সরাসরি সাপ্তাহিক হাটে নিয়ে গেলে তাদের জন্য তোহা বাজারে কৃষকের কর্ণার থাকবে। এ সময় রাঙ্গুনিয়া সেনা ক্যাম্পের ডেপুটি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. ফাহিম উপজেলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সভায় রাঙ্গুনিয়া মডেল থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম, চট্টগ্রাম–কাপ্তাই সড়ক বাস মালিক–চালক সংগঠনের নেতা শাহ আলম চৌধুরী ও ট্রাক মালিক–চালক সমিতির নেতা মো. নাছির উদ্দিন বক্তব্য রাখেন।
ইউএনও মাহমুদুল হাসান আরও বলেন, বিগত কয়েক মাসে সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা অবৈধ বালু উন্মুক্ত নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে আড়াই কোটি টাকার অধিক রাজস্ব জমা প্রদান করা হয়েছে। ইজারা ছাড়া কোনো বালু বিক্রয় বা পরিবহন করলে প্রশাসন কঠোর পদক্ষেপ নেবে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন হলে অবশ্যই আগে প্রচার করতে হবে। কাঠ পাচার রোধ করতে বৈধ কাঠ পরিবহনের ক্ষেত্রে সংশ্লিষ্টদের আগে অবহিত করতে হবে। এছাড়া বাজার মনিটরিং, কিশোর গ্যাং প্রতিরোধ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, ট্রাফিক ব্যবস্থা ও সড়কের পাশে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধে কাজ করবে উপজেলা প্রশাসন।