রাঙ্গুনিয়ায় রক স্টার ক্রিকেট টুর্নামেন্টে ড্রিম বয়েজ চ্যাম্পিয়ন

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ২৭ নভেম্বর, ২০২৩ at ১০:১৫ পূর্বাহ্ণ

জমকালো আয়োজনে রাঙ্গুনিয়া উপজেলায় রক স্টার ফ্যামিলি আয়োজিত ডেনাইট শটপিচ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। রক স্টার ফ্যামিলির এডমিন ও সদস্যদের পরিচালনায় গত শনিবার বিকেলে শমসের পাড়ার স্থানীয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। একইদিন রাতে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। শ্বাসরুদ্ধকর ফাইনালে চ্যাম্পিয়ন হয় ড্রিম বয়েজ। ফাইনালে তারা হারিয়েছে প্রতিপক্ষ এস টি এস হাটহাজারীকে। ফাইনাল খেলা শুরুর আগে চোখ ধাঁধানো আতশবাজি প্রদর্শন করা হয়। পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. নাছের উদ্দিন তালুকদার।

প্রধান অতিথি ছিলেন চিকিৎসক মোহাম্মদ মোরশেদুল আলম। উদ্বোধক ছিলেন রাজনীতিবিদ ইমাম হোসেন চৌধুরী। সংগঠনের এডমিন শাহরিয়ার এনাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মাস্টার মো. নুরুচ্ছাফা, মো. আবদুল আজিজ, মো. ফজলুল করিম, মো. সাইফুল ইসলাম, মো. হোসেন কাঞ্চন, মো. মাহবুবুল আলম, মো. আবদুর নবী, মো. জসিম চৌধুরী, মো. মহিউদ্দিন প্রমুখ। শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ। উল্লেখ্য টুর্নামেন্টে ১৬ টি দল অংশগ্রহণ করে।

পূর্ববর্তী নিবন্ধসিসিএল স্নুকারে শাহাবুদ্দিন চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধপ্রথম বিভাগ ফুটবল লিগে পটিয়া-লাকী স্টার খেলা ড্র