রাঙামাটির ৬টি উপজেলায় আগামীকাল বুধবার আশ্রয়ণ প্রকল্প–২ এর অধীনে গৃহ হস্তান্তর করা হবে। স্ব–স্ব উপজেলার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকারভোগী পরিবারের মধ্যে এসব ঘরের চাবি হস্তান্তর করবেন। গতকাল সোমবার রাঙামাটি জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের অতিরিক্ত (সার্বিক) জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম ফেরদৌস ইসলাম। জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান, ‘মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না’ এই লক্ষ্যে বাস্তবায়ন করে বিশ্বজুড়ে অনন্য নজির স্থাপন করেছেন প্রধানমনন্ত্রী শেখ হাসিনা। যাদের থাকার ঘর ছিলো না, ঠিকানা ছিলো না, তারাই নতুন ঘর পেয়েছে,নতুন ঠিকানা পেয়েছে। প্রধানমনন্ত্রীর এই উন্নয়ন ভাবনার অন্তর্ভুক্তিমূলক চেতনা থেকে গ্রহণ করা হয়েছে আশ্রয়ণ প্রকল্প। এ প্রকল্পের মাধ্যমে গৃহায়ণের সঙ্গে কর্মসংস্থান,স্বাস্থ্যসেবা,স্যানিটেশন এবং শিক্ষা পেশাভিত্তিক প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রম যুক্ত হয়েছে। তিনি আরো জানান, এ পর্যায়ে ৬টি উপজেলায় ২১৩টি টি ঘর হস্তান্তর করা হবে। এরমধ্যে কাপ্তাই উপজেলায় ১১টি,কাউখালী উপজেলায় ৪৯টি,রাজস্থলী ১টি, বরকল ২০টি,বাঘাইছড়িতে ১০০টি এবং লংগদু উপজেলায় ৩২টি। প্রতিটি পরিবারকে দুই কক্ষের সেমি পাকা টিনশেড বাড়িতে রান্নাঘর,টয়লেট,বারান্দাসহ নিরাপদ বাসস্থান করে দেওয়া হবে, যাতে তারা উন্নত জীবন–যাপন করতে পারে।