দরবার-এ বেতাগী আস্তানা শরীফে চিকিৎসা ক্যাম্প

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৮ আগস্ট, ২০২৩ at ৬:২৩ পূর্বাহ্ণ

শাহছুফী মাওলানা শাহ মুহাম্মদ জিল্লুর রহমান আলী শাহ’র ১৫তম বার্ষিক ওরশ উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের দরবার এ বেতাগী আস্তানা শরীফে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। আনজুমানে রহমানিয়া ও লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটি’র যৌথ উদ্যোগে গত শনিবার এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে ৭৮ জন রোগীকে মেডিসিন, ৬০ জনকে গাইনি, ৫০ জন শিশু, ২০০ জনকে চর্ম, ৫০ জনকে নাক, কান ও গলা, ২০০ জন রোগীর রক্তের গ্রুপ নির্ণয়, ১৫০ জন রোগীর ডায়াবেটিক পরীক্ষা এবং ২০০ জনের অধিক রোগীকে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন ডা. হিরা, ডা. তাসনিম, ডা.সাদমান। অন্যদিকে ডা. সাইফুল ইসলাম রিয়াদের নেতৃত্বে লায়ন্স চক্ষু হাসপাতালের পক্ষে চক্ষু চিকিৎসা সেবা, রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিক স্ক্রিনিংএ লিও কাজল, লিও আল ফয়সাল, লিও ইশতিয়াক, লিও মিনহাজ, লিও মাহফুজ, লিও রাকিব প্রমুখ রোগীদেরকে চিকিৎসা সেবা প্রদান করেন। পাশাপাশি ক্যাম্পে আগত সকল রোগীকে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। সেবা কার্যক্রম পরিদর্শন করেন আহমদ উল্লাহ, জিয়াউর রহমান আবু শাহ, লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান, উপাধ্যক্ষ জসিম উদ্দিন আবেদী, শিক্ষক মোহাম্মদ হাসান, লায়ন মোহাম্মদ মিজানুল করিম, লায়ন্স আই হাসপাতালের ক্যাম্প অর্গানাইজার মোহাম্মদ জসিম উদ্দিন সবুজ, ডা. মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ আলী আকবর, মফিজুল হক , তৈয়বুন্নেছা রাবেয়া, লিও সিরাজুল ইসলাম রিপন, লিও সৌমেন বড়ুয়া, লিও অ্যাডভোকেট জয়নুল আবেদীন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধগ্যাস সিলিন্ডারের গুদামে ধূমপান, আগুনে দগ্ধ হয়ে কিশোরের মৃত্যু
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে ৪র্থ পর্যায়ের গৃহ হস্তান্তর কাল