রাঙামাটিতে প্রসবের সময় মা হাতির মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি | বুধবার , ১২ মার্চ, ২০২৫ at ১০:২৪ পূর্বাহ্ণ

রাঙামাটির রাজস্থলী উপজেলায় একটি বুনো হাতির মৃত্যু হয়েছে। এ সংক্রান্ত এক প্রতিবেদনে বন বিভাগ জানিয়েছে, গতকাল মঙ্গলবার সকাল আনুমানিক ১০টার দিকে এলাকাবাসীর মাধ্যমে বন বিভাগ খবর পায়উপজেলার গাইন্দা ইউনিয়নের কাইথাকপাড়ার যুগেজ পাহাড়ে একটি হাতি মৃত অবস্থায় পাওয়া গেছে। পরে রাজবিলা রেঞ্জ অফিসার মো. ফিরোজ আল আমিনসহ বন কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে উপজেলা প্রাণিসম্পদ বিভাগের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা চিরন জীব চাকমা মৃত হাতির নমুনা সংগ্রহ করে। হাতির মৃত্যুর কারণ সঠিকভাবে নির্ণয়ের জন্য ময়নাতদন্ত ও অন্যান্য পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলা হয়েছে প্রতিবেদনে।

প্রতিবেদনে বন বিভাগ আরও জানিয়েছে, মৃত হাতিটির চারপাশে অন্যান্য হাতি চলাচলের চিহ্ন দেখা গেছে; যা ইঙ্গিত দেয় যে এটি একটি হাতির পালের অংশ ছিল।

হাতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের রাজবিলা রেঞ্জ কর্মকর্তা মো. ফিরোজ আল আমিন বলেন, মৃত হাতিটি নারী হাতি এবং গর্ভবতী অবস্থায় ছিল। হাতিটির মৃতদেহের নমুনা সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য ব্যবস্থা নেয়া হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।

প্রাণিসম্পদ অধিদপ্তর রাজস্থলী উপজেলার উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা চিরন জীব চাকমা বলেন, মৃত হাতিটি দুর্বল ছিল এবং বয়স্ক। মূলত হাতিটির বাচ্চা প্রসব হওয়ার সময় বাচ্চাটি পেটের ভেতর আটকে গিয়ে মারা গেছে। ধারণা করা হচ্ছে, দুইএকদিন আগে হাতিটি মারা গেছে। কারণ হাতিটির পেট অনেক ফুলে গেছে।

রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র বলেন, বাচ্চা প্রসবকালে একটি হাতি মারা গেছেবন বিভাগের কর্মকর্তারা এমনটি জানিয়েছেন। হাতিটি কয়েকদিন মারা গেছে বলে ধারণা করছেন বন বিভাগের লোকজন।

পূর্ববর্তী নিবন্ধতরুণীদের পছন্দ গাউন ও সারারা গারারা
পরবর্তী নিবন্ধঢাকায় ধর্ষণের বিচার দাবিতে গণপদযাত্রায় পুলিশের লাঠিচার্জ