রাঙামাটিতে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা

রাঙামাটি প্রতিনিধি | মঙ্গলবার , ৬ অক্টোবর, ২০২০ at ৬:৫১ অপরাহ্ণ

রাঙামাটি জেলার লংগদু উপজেলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন এক ছাত্রীর মা।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ নূর।
লংগদু থানায় মামলার সূত্রে থেকে জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে সদ্য এসএসসি সম্পন্ন করা মেয়েটি ছাগল খুঁজতে বিদ্যালয়ের দিকে যায়।
ছাগল নিয়ে বাড়ি ফেরার পথে লংগদুর করল্যাছড়ি আরএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম ছাত্রীটিকে লেবু দেওয়ার নাম করে বিদ্যালয়ের পেছনে অবস্থিত ছাত্রাবাসের একটি কক্ষে নিয়ে যান।
এরপর আব্দুর রহিম দরজা বন্ধ করে তাকে ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেন।
মামলার বাদী মেয়েটির মা বলেন, “আমার মেয়ে এই বছর করল্যাছড়ি আরএস উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছে। আমি নিজেও এ বিদ্যালয় পরিচালনা কমিটির একজন সদস্য। আমি পাষণ্ড শিক্ষকের কঠিন শাস্তি দাবি করছি।”
লংগদুর করল্যাছড়ি আরএস উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও আটারকছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমা জানিয়েছেন, ধর্ষণের শিকার মেয়েটি স্কুল পরিচালনা কমিটিকে ১ অক্টোবর লিখিত অভিযোগ দিয়েছে।
আজ মঙ্গলবার এ বিষয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ঐ শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, অভিযুক্ত আব্দুর রহিম অভিযোগ অস্বীকার করে বলেন, “স্কুলের নতুন ভবনের কাজ চলছে। তাই আমাকে স্কুলের কাজ দেখতে যেতে হয়। গত ২৫ সেপ্টেম্বর আমি স্কুলে ছিলাম কিন্তু মেয়েটির সাথে আমার দেখা হয়নি। তবে আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা মিথ্যা ও বানোয়াট। মেয়েটির পরিবারকে ভয়-ভীতি প্রদর্শনের মাধ্যমে আমার বিরুদ্ধে একটি দুষ্ট চক্র ষড়যন্ত্র করেছে।”
লংগদু থানার ওসি সৈয়দ মোহাম্মদ নূর বলেন, “রবিবার রাতে ভিক্টিমের মা বাদী হয়ে লংগদু থানায় একটি মামলা দায়ের করেছেন।অপরাধীর বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানের থানচিতে নদী-ঝিরি-ঝর্ণা পথে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নিবন্ধওমানে সড়ক দুঘর্টনায় রাউজানের প্রবাসীর মৃত্যু