রাঙামাটিতে দুই নারীর মৃত্যু টেক্সিকে চাপা দেওয়া সেই বাস চালক গ্রেপ্তার

রাঙামাটি প্রতিনিধি | শুক্রবার , ১০ নভেম্বর, ২০২৩ at ৬:২৭ পূর্বাহ্ণ

রাঙামাটি শহরের ভেদভেদীস্থ রাঙ্গামাটিচট্টগ্রাম আঞ্চলিক সড়কে গত ৪ নভেম্বর একটি বাস বেপরোয়া গতিতে সিএনজিচালিত টেক্সি চাপা দিলে দুই নারী নিহত হওয়ার ঘটনায় বাস চালক নুরুল আবছারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এ ব্যাপারে ব্রিফিং করেন অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ।

এসএসপি বলেন, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ৮ নভেম্বর রাতে পুলিশের একটি টিম চট্টগ্রামের পাঁচলাইশ থানার জামিয়াতুল সুন্নিয়া মাদ্রাসা এলাকা হতে বাস চালক নুরুল আবছারকে গ্রেফতার করে। এর আগে বাস চালকের বিরুদ্ধে রাঙামাটি কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান এএসপি।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর দুপুরে জেলা শহরের ভেদভেদী এলাকায় একটি বেপেরোয়া বাস একটি যাত্রীবাহী অটোরিকশাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুই নারী নিহত এবং অটোরিকশার চারযাত্রী এবং বাসের একযাত্রীসহ মোট ৫ জন গুরুতর আহন হন।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়ল চার বসতঘর
পরবর্তী নিবন্ধশিক্ষক নেপাল চন্দ্র বণিকের পরলোকগমন