রাঙামাটিতে প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। সদরের পাশাপাশি প্রত্যন্ত উপজেলাগুলোতেও বেড়েছে করোনা রোগী। গতকাল শনিবার রাঙামাটি পিসিআর ল্যাব ও এন্টিজেন পরীক্ষায় ১৪৮জন নমুনা পরীক্ষা করেছেন। এরমধ্যে ৪০ জনের পজিটিভ আসে। আক্রান্ত ৪০ জনের মধ্যে রাঙামাটি সদর উপজেলার ২০ জন, কাপ্তাইয়ের ৮ জন, বাঘাইছড়ির ১ জন, কাউখালীর ৩ জন, বিলাইছড়ির ২ জন, নানিয়াচরের ৩ জন এবং রাজস্থলীর ৩ জন বাসিন্দা রয়েছেন। পরীক্ষা অনুযায়ী আক্রান্তের হার ২৭.০৩%। রাঙামাটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯শত ৩৫ জন, সুস্থ হয়েছেন ১ হাজার ৬শত ১৮ জন। রাঙামাটিতে মোট মারা গেছেন ২০ জন। রাঙামাটিতে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করেছেন ১৩,৭৪৯ জন এরমধ্যে নেগিটিভ এসেছে ১১,৮১৪ জনের। রাঙামাটির সিভিল সার্জন ডা. বিপাশ খীসা জানান, মানুষের অসতর্ক চলাফেরা ও স্বাস্থ্যবিধি না মানার কারণে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। রাঙামাটিতে করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন ৩৩,৭২৬জন এবং দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ১৮,৮৮১ জন।