রাউজান সদর ইউনিয়নে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করে রেলপথ মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, রাউজানের মানুষ এখন রাজশাহীর আম লিচুর জন্য উন্মুখ হয়ে থাকতে হয় না। এখন এই উপজেলায় দেশি বিদেশি সব ধরনের সুস্বাদু ফল উৎপাদিত হচ্ছে। বিভিন্ন জাতের আম,লিচু এই উপজেলার পথেঘাটে ঝুলছে। এখানে উৎপাদিত সব ধরণের ফল ফরমালিনমুক্ত অবস্থায় মানুষ হাটবাজার থেকে কিনতে পাচ্ছে। তিনি প্রত্যককে নিজেদের পরিত্যক্ত জায়গায় ফলের চারা লাগানোর আহ্বান জানান। স্থানীয় মুহিবুল উলুম মাদরাসার মাঠে এ উপলক্ষে গত ২০ জুন আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ইউনিয়নের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ দশী চাকমা, ওসি আবদুল্লাহ আল হারুণ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শাহা আলম চৌধুরী, কামাল উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল আমিন, উপজেলা যুবলীগ নেতা সারজু মোহাম্মাদ নাছের, শওকত হোসেন, মাকসুদ আলম, এনামুল হক। এই অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে আড়াইশ মানুষকে ৫ শত টাকা করে প্রদান করেন প্রধান অতিথি।